*.পল্লিতে বসবাসরত দরিদ্র্য জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শ্রেণী ও পেশা ভিত্তিক আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রাথমিক সমিতি/দল (পুরুষ/মহিলা) গঠন,ঋণ গ্রহণে পরামর্শ প্রদান ও এতদসংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান।
*.দারিদ্র্য জনগোষ্ঠীর স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ক্ষুদ্র ক্ষুদ্র জমা-শেয়ার ও সঞয় আমানতের মাধ্যমে নিজস্ব পুঁজি গঠনে সুযোগ সৃষ্টি।
*.উপকারভোগী সদস্যদের সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য চাহিদা ভিত্তিক বিভিন্ন ট্রেডের স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের আয়োজন।
*.উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ( ইউসিসিএ) কার্যক্রমঃসর্বনিম্ন ২০ জন সদস্য নিয়ে সমিতি গঠন করা এবং সমিতির সদস্যদের শেয়ার,সঞ্চয় জমা নেওয়ার মাধ্যমে পুঁজি গঠনে সহায়তা করা।এবং বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান। তাছাড়া মৌসুমি ভিত্তিক ফসলী ঋণ সহায়তা দেওয়া।
*. মহিলা উন্নয়ন অনুবিভাগ (মউ) কার্যক্রমঃ গ্রামের দরিদ্র মহিলাদের নেতৃত্ব বিকাশ ও স্বাবলম্বি হওয়ার জন্য পুঁজি গঠনে সহায়তার জন্য সর্বনিম্ন ২০ জন সদস্য নিয়ে সমিতি গঠন করা শেয়ার, সঞ্চয় জমার মাধ্যমে মূলধন গঠনে সহায়তা করা। এবং আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য ঋণ প্রদান তদারকি করা।
*. সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী (সদাবিক) কার্যক্রমঃ গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে উৎপাদনমুখী কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সংগঠনের মাধ্যমে প্রয়োজনীয় ঋণ প্রবাহ নিরবিচ্ছিন্ন রাখা। এবং সাপ্তাহিক সঞ্চয় জমার মাধ্যমে নিজস্ব তহবিল সৃষ্টি করা।
*.পল্লী প্রগতি প্রকল্প (পঃপ্রঃপ্রঃ) কার্যক্রমঃ নির্দিষ্ট ইউনিয়নে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে দল গঠন করে সঞ্চয় জমার মাধ্যমে তহবিল সৃষ্টি করা এবং আয়বর্ধকমূলক প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতকরণ।
*. অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের প্রশিক্ষণ ও আত্নকর্মসংস্থান কর্মসূচীঃ মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান।
*.দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) কার্যক্রমঃ দরিদ্র ও অসহায় মহিলাদের দারিদ্র্য হ্রাস এবং তাদের আর্থ-সামজিক উন্নয়ন মূলধন গঠন,প্রশিক্ষণ প্রদান এবং উপকরণ সরবরাহ,হস্তশিল্প,কুঠির শিল্প, সম্প্রসারণে ঋণ প্রদান ছাড়াও ট্রেড ভিত্তিক ঋণ দান।
*.পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীপ) কার্যক্রমঃ শেয়ার ও সঞ্চয় জমা করে পুঁজি গঠন,প্রশিক্ষণের মাধ্যমে কার্যক্রম পরিচালনায় সক্ষম করা এবং আয়বর্ধকমূলক কর্মকাণ্ডে ক্ষুদ্র ঋণ সহায়তা।
*. নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি,নারী নির্যাতন রোগ ও যৌতুক প্রথা নির্মূলে সচেতনতা সৃষ্ঠিতে সহায়তা।
*.উপজেলায় বসবাসরত যে কোন ব্যক্তিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক প্রদত্ত সেবা সংক্রান্ত তথ্য প্রদানে এ অফিস প্রতিশ্রুতিবদ্ধ।
অনুমোদিত দল/সমিতির সদস্যগণকে ঋণের জন্য আবেদনপত্র পূরণ করে সমিতি/দলের ম্যানেজারের নিকট জমা করতে হয়। ম্যানেজার কর্তৃক সমিতির সকল সদস্যের ঋণের আবেদন ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থাপন ও দলের/সদস্যদের মোট ঋণের কাগজ প্রস্তুত করা হয়। ম্যানেজার কর্তৃক প্রস্তুতকৃত কাগজপত্রসহ দলের সকল সদস্যের ঋণ আবেদনপত্র উপজেলা দপ্তরে প্রেরণ/দাখিল করেন। উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরে ঋণ আবেদন যাচাই-বাছাই করার জন্য ঋণ বাছাই কমিটিতে উপস্থাপন করা হয়। ঋণ বাছাই কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ ও উপজেলা ঋণ কমিটির নিকট প্রেরণ করা হয়। উপজেলা ঋণ কমিটি কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষেত্রবিশেষে উপপরিচালকের অনুমোদন গ্রহণ করা হয়। পরবর্তীতে ম্যানেজারকে ঋণ অনুমোদন সম্পর্কে অবহিত করে/ঋণ কমিটির সুপারিশক্রমে সদস্যওয়ারী ঋণ প্রদান করা হয়। বিতরণকৃত ঋণ নীতিমালা অনুযায়ী মাঠ সংগঠক কর্তৃক আদায়পূর্বক ঋণের হিসাব সদস্যের ঋণ পাসবহিতে লিপিবদ্ধ করা হয় ও ঋণ খতিয়ানে লিখা হয়। আদায়কৃত ঋণের টাকা তিন পার্ট জমা স্লিপের মাধ্যমে ব্যাংকে জমা করা হয়। মাঠসংগঠক কর্তৃক ব্যাংক জমা স্লিপ সমিতির ম্যানেজারের নিকট ও উপজেলা দপ্তরে জমা করা হয়। হিসাবরক্ষক কর্তৃক ব্যাংক স্লিপসহ শর্টিং শিট প্রস্তুত, ঋণ লেজার ও ক্যাশবহি লেখার পর মাসিক আদায় প্রতিবেদন প্রস্তুত এবং প্রেরণ করা হয়।
অনুমোদিত দল/সমিতির সদস্যদের নিকট থেকে সাপ্তাহিক/পাক্ষিক সভার দিন শেয়ার/সঞ্চয় জমার জন্য উৎসাহ প্রদান এবং পাসবহিতে লিপিবদ্ধ করে শেয়ার/সঞ্চয় আদায় করা হয়। আদায়কৃত শেয়ার/সঞ্চয় সমিতি/দলের সাপ্তাহিক আদায় শিটে লিপিবদ্ধ করা হয়। আদায়কৃত শেয়ার/সঞ্চয় তিন পার্ট চালানের মাধ্যমে ব্যাংকে জমা করা হয়। ব্যাংক জমা অনুযায়ী উপজেলা অফিস ও দল/সমিতির হিসাব বহিতে লিপিবদ্ধ করে এবং বাৎসরিক ভিত্তিতে শেয়ার/সঞ্চয়ের ওপর লভ্যাংশ প্রদান করা হয়। মূলধন গঠনের মাসিক প্রতিবেদন প্রস্তুত করে জেলা দপ্তরে প্রেরণ করা হয়।
দল/সমিতির সদস্যগণের পক্ষে দলের ম্যানেজার সদস্যদের প্রশিক্ষণ চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের জন্য উপজেলা পল্লী উন্নয়ন অফিসে আবেদন দাখিল করেন। আবেদনগুলো উপজেলা কমিটির সভাতে উপস্থাপন করা হয়। কমিটি কর্তৃক দল/সমিতির সদস্যদের চাহিদা/যোগ্যতা বিবেচনাপূর্বক প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়। অতঃপর প্রশিক্ষণ সিডিউল তৈরি, প্রশিক্ষণের বিষয় ও প্রশিক্ষক নির্বাচন করা হয়। প্রশিক্ষণের বাজেট অনুযায়ী প্রশিক্ষণসামগ্রী ক্রয়পূর্বক প্রশিক্ষণ প্রদানের কাজটি সম্পন্ন হয়। প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয় এবং ঊর্ধ্বতন অফিসে প্রশিক্ষণ সমাপ্তির প্রতিবেদন প্রেরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস